রাজশাহী বিভাগসারাদেশ

নাটোরে করোনায় ও করোনা উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু ,নতুন করে আক্রান্ত ৬৫

নাটোর প্রতিনিধি:
নাটোরে গত ২৪ ঘন্টায় করোনায় ৪ জনের এবং করোনা উপসর্গ নিয়ে অপর একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও ৬৫ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন, নাটোর শহরের সাকুর আলীর ছেলে সফিকুল ইসলাম-৩৬,বড়াইগ্রামের বনপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে আনছের আলী – ৫০,দত্তপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে আক্কাস আলী -৪২ এবং পাটুল হাপানিয়ার জহুরুল ইসলামের স্ত্রী মালেকা -৫৭। অপরদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপপাতালে করোনা উপসের্গ অপর একজনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় ১৭৫ নমুনা পরীক্ষা করে নতুন করে ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্্রান্তের হার ৩৯.৩৯ পার্সেন্ট । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৬২৩ জন। সুস্থ হয়েছেন ১৭২৯ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য করোনা সংক্রমন বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌর এলাকায় গতকাল থেকে সপ্তাহ ব্যাপী সর্বাত্বক লক ডাউন শেষ হয়েছে। তবে সরকার ঘোষিত দেশব্যাপী ঘোষিত লক ডাউনের অংশ হিসেবে নাটোরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা প্রশাসন বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি পুলিশ ব্যারিকেড তৈরি করে মানুষ ও যান চলাচল নিয়ন্ত্রন করছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ও ঔষধের দোকান ছাড়া সকল দোকান পাট বন্ধ রয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button