রাজশাহী বিভাগসারাদেশ
নাটোরে নালা খুঁড়ে ৩৭৯ টি রাইফেলের গুলি উদ্ধার

নাটোর প্রতিনিধি: নাটোরে মাটি খুঁড়ে রাইফেলের ৩৭৯ টি গুলি উদ্ধার করেছে পুলিশ। (১৪ জুন) সোমবার সকালে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা এলাকা থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। নাটোর সদর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নুল হক তার জমিতে সেচের জন্য নালা তৈরী করতে যায়। এসময় দুই তিন ফুট গভীরে গর্ত করাতেই থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো বেরিয়ে আসে। পরে তারা পুলিশকে জানালে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করে। তবে গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে ধারনা তার।