আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়া ছাড়ছেন মোদী!

সোশ্যাল মিডিয়ায় তিনি বিশ্বে জনপ্রিয়তম মুখ। শুধুমাত্র ফেসবুক পেজে লাইকের সংখ্যার নিরিখে তাঁর থেকে অনেক পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতা। সেই সোশ্যাল মিডিয়াকে নাকি বিদায় জানানোর চিন্তা করছেন নরেন্দ্র মোদী! সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদী স্বয়ং এ কথা জানিয়েছেন। যদিও এই বিষয়ে খোলসা করে কিছু জানানো হয়নি। -এই সময়

এদিন তাঁর অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ট্যুইট করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘এই রবিবার ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাকাউন্ট ছেড়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করছি। এই বিষয়ে বিশদে জানাতে থাকব।’

এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন প্রধানমন্ত্রীর দফতর ঘনিষ্ঠ আধিকারিকরা। আগামী কয়েক দিনের মধ্যে পুরো পরিকল্পনা প্রকাশ করা হবে বলে তাঁরা জানিয়েছেন।

এ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদীর ট্যুইটের স্ক্রিনশর্ট-সহ তাঁর ট্যুইট, ‘ঘৃণা ছাড়ুন সোশ্যাল মিডিয়া নয়।’

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এবং সক্রিয় বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম নরেন্দ্র মোদী। ট্যুইটারে তাঁর ৫.৩ কোটির বেশি ফলোয়ার আছেন। ফলে তাঁর এ দিনের ট্যুইট ঘিরে সোশ্যাল মিডিয়ায় হইহই পড়ে গিয়েছে। মোদী কেন সোশ্যাল মিডিয়া ছাড়তে চান, তা জানতে আগ্রহী অধিকাংশ মানুষ। সোশ্যাল মিডিয়া ছাড়লে তিনি কীভাবে পোস্ট করবেন, তা নিয়েও অনেকে সংশয় প্রকাশ করেছেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button