রাজশাহী বিভাগসারাদেশ
নাটোরে র্যাবের হাতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

নাটোর প্রতিনিধি: নাটোরে বিপুল পরিমাণ গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -৫ এর একটি দল। আজ ভোর রাতে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব -৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে মাদ্রাসার মোড় এলাকায় একটি ট্রাকে অভিযান চালয় র্যাব -৫ এর একটি দল। এসময় ট্রাকে থাকা ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা রাখা এবং গাঁজা ব্যবসায় জড়িত থাকার অপরাধে শীর্ষ ০৪ মাদক ব্যবসায়ী ১। মো: সাগর (১৯) ২। সুলভ (২০) ৩। সানাউল্লাহ (২৭) ও ৪। সাকিব ইসলাম (১৮) এদেরকে আটক করা হয়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলেও জানায় র্যাব -৫ । আটক কৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলেও জানায় তারা। এসংক্রান্তে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।