জাতীয়

‘রেলওয়ে থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবেই’

অনলাইন ডেস্ক :

‘অবৈধভাবে দখল করে থাকা রেলওয়ের জমি, কোয়ার্টার থেকে দখলদারদের উচ্ছেদ করা হবেই। সেইসঙ্গে রেলওয়ের সম্পত্তি রেগুলারাইজ করা হবে। রেলওয়ের উন্নয়নের জন্যই এটা করা হচ্ছে।’

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় সৈয়দপুরের বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মন্ত্রী বলেন, ‘যারা রেলওয়ের জমি বা কোয়ার্টার দখল বা বিক্রির সঙ্গে জড়িত তাদের কাছ থেকে দখলকৃত সম্পত্তি উদ্ধার করা হবেই। এ ছাড়া তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের সম্পদ কারও ব্যক্তিগত সম্পদ নয়। এটা জনগণের তথা রাষ্ট্রের সম্পদ। তাই এ সম্পদ কুক্ষিগত করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে চাইলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, এবার উচ্ছেদ নোটিশ দেওয়ার ফলে যারা দালালদের মাধ্যমে অবৈধভাবে দখল করে আছে, তারা নতুন করে লিজ নেওয়ার জন্য আবেদন করবে। যারা অবৈধভাবে আছে, তাদের আবেদনের সুযোগ রয়েছে। দালালমুক্ত হয়ে তারা আবেদন করলে সরকার তাদের আবেদন ভেবে দেখবে।’ তিনি বলেন, ‘বারবার উচ্ছেদ অভিযানের নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হচ্ছে না। অদৃশ্য কারণে তা থমকে যায়। কিন্তু এবার কোনোভাবেই উচ্ছেদ অভিযান বন্ধ করা হবে না। যেকোনও মূল্যে অবৈধ দখলমুক্ত করা হবেই। এক্ষেত্রে কোনও প্রকার টালবাহানার সুযোগ নেই।’

এ সময় নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদলসহ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button