ঢাকা বিভাগসারাদেশ
নির্দিষ্ট সময়ের ২০ মিনিট পর শেষ হলো ভোটগ্রহণ!

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের একটি কেন্দ্রে নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরেও ভোট গ্রহণ করতে দেখা গেছে। আদমজীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিকেল ৪টার পরও ভোট গ্রহণ করতে দেখা যায়।
ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, নারী কেন্দ্রে একটি কক্ষে বিকেল ৪টার পরও ভোট দেয় ভোটাররা। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরও ২০ মিনিট এই ভোটগ্রহণ চলে। একই সঙ্গে ওই কেন্দ্রের একটি কক্ষে পুরুষদের ভোট গ্রহণ করে কর্তৃপক্ষ।
কেন্দ্রের প্রিজাাইডিং অফিসার আবুল কাশেম বলেন, ‘যাঁরা ভেতরে ঢুকে সিরিয়ালে দাঁড়িয়েছেন যত সময় লাগে তাঁদের সবারই ভোট নেওয়া হবে।’