সারাদেশ

আত্রাইয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২১ অক্টোবর সকাল ১০টায় ২নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউএসআইডি ও উইরক ইন্টারন্যাশনাল এন আর্থিক সহায়তায় এবং বাস্তবায়নে সচেতন,রাজশাহীর বিসি/টিআইপি প্রকল্পের “ বাল্য বিবাহ প্রতিরোধে বাবা,মা,দাদা,দাদী,নানা,নানী,স্কুল, মাদ্রাসা শিক্ষক, ,স্থানীয় গন্যমান্যব্যক্তি ও সাংবাদিকদের নিয়ে সচেতনতা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন ২নং ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জানবক্স সরদার । সচেতনতা বিষয়ক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই মডেল প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাধারণ সম্পাদক উত্তাল মাহমুদ, স্থানীয় স্বোচ্ছা সেবী সংগঠন আস্থা শিশু ও মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক রওশন আরা পারভীন শিলা, বিসি/টিআইপি) সচেতন, রাজশাহী প্রোগ্রাম অফিসার রোখসানা পারভীন ও প্রোগ্রাম অফিসার সচেতন, রাজশাহী শিরিনা ইয়াসমিন, সচেতন রাজশাহী –আত্রাই-রাণীনগর, মান্দা প্রতিনিধি রবিউল ইসলাম প্রমূখ। বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় এলাকার বাবা,মা-দাদা-দাদী-নানা-নানী স্কুল ,মাদ্রাসা শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তি,সাংবাদিক সহ ৩০জন অংশ গ্রহন করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button