খুলনা বিভাগ

ভাঙ্গায় আওয়ামীলীগ নেতা শরীফ সাইদুজ্জামানের উদ্যোগে ৭ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ আওয়ামীলীগ আজিমনগর ইউনিয়ন শাখার সভাপতি শরীফ সাইদুজ্জামানের ব্যক্তিগত তহবিল থেকে মানবতার ডাকে সাড়া দিয়ে বৈশ্বিক করোনার কারনে ক্ষতিগ্রস্থ্য স্বল্প আয়ের অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদের উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরন করেছেন। বৃহস্পতিবার,শুক্রবার ও শনিবার অব্যাহত কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার ব্রাহ্মনপাড়া ও শিমুলবাজার এলাকায় পর্যায়ক্রমে ৭ শতাধিক পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরন করেন। প্রতি বস্তায় বিতরনকৃত সামগ্রীগুলোর মধ্যে ছিল ১০ কেজী চাল,২ কেজী আলু, ১ কেজী ডাল,১ কেজী পেঁয়াজ,১লিটার তেল, ১ কেজী চিনি, ১প্যাকেট সেমাই। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মিরাজ মাতুব্বর,সাধারন সম্পাদক নুর ইসলাম চোকদার,যুগ্ন সাধারন সম্পাদক টোকান মুন্সী,ইউ,পি সদস্য দেলোয়ার হোসেন,যুবলীগ সভাপতি মামুন শিকদার,ছাত্রলীগ সাধারন সম্পাদক ইমারত হোসেন প্রমুখ।
প্রসঙ্গক্রমে শরীফ সাইদুজ্জামান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর নির্দেশে মানবতার টানে সাধ্য অনুযায়ী অসহায়দের পাশে এসে দাড়িয়েছি। বর্তমানে সকলেই চরম আর্থিক সংকটে পড়ে বিপদগ্রস্থ্য হয়ে পড়েছেন। যার যতটুকু সামর্থ অনুযায়ী অসহায় হতদরিদ্র ও কর্মহীনদের সাহায্যার্থে সকলেরই এগিয়ে আসা উচিৎ। এজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসা উচিৎ। সরকারের একার পক্ষে বৈশ্বিক মহামারী মোকাবেলা করা কষ্টসাধ্য। তিনি বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে আজ অনেকেই ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে । তাই অসহায় মানুষদের পাশে দাড়াবার জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমার একটাই লক্ষ্য এলাকার মানুষের সুখে,দুখে তাদের পাশে এসে দাড়ানো। আমি ভবিষ্যতে আমার সামর্থটুকু উজাড় করে দিয়ে এলাকার মানুষের পাশে থাকব।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button