রাজশাহী বিভাগসারাদেশ
নেপালের মানবাধিকার সংস্থা কর্তৃক টিএমএসএস কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময়

নেপালের মানবাধিকার প্রতিষ্ঠান উইমেন ফর হিউম্যান রাইটস্ (ডব্লিউএইচআর) এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ২৩ সদস্যের প্রতিনিধি টিএমএসএস এর কার্যক্রম পরিদর্শন করেছে। গতকাল বুধবার মমইন হোটেল এ্যান্ড রিসোর্ট, বগুড়ায় উভয় সংস্থায় উর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নেপালের উইমেন ফর হিউম্যান রাইটস্ এর নির্বাহী পরিচালক উপাসনা রানা ও টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বক্তব্য রাখেন। এসময় টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালকদ্বয়, পরামর্শক, উপদেষ্টা ও উর্ধ্বতন কর্মকর্তাগণ মতামত ও তাদের কার্যক্রম তুলে ধরেন। টিএমএসএস এর এইচইএম মডেল উপস্থাপন সহ সংস্থা পরিচালিত কার্যক্রম তুলে ধরা হয়। নেপালের সফরকারী মানবাধিকার সংগঠনের পক্ষে টিএমএসএস পরিচালিত হাসপাতাল, মেডিকেল কলেজ, পুন্ড্র বিশ্ববিদ্যালয়, টিএমএসএস পাবলিস স্কুল এ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, টিটিইআই সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম প্রত্যক্ষ করেন। টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যায়নরত নেপালী শিক্ষার্থীদের সাথে সফরকারী প্রতিনিধি দল মতবিনিময় করেন। এছাড়াও তারা বিসিএল পরিচালিত সিরামিক ইন্ড্রাষ্টিজ মমইন ডিংকিং ওয়াটার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।