আন্তর্জাতিক

টিকা প্রসঙ্গে কমলা হ্যারিস বললেন ‘এটি জীবন বাঁচাবে’

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভ্যাকসিন নেওয়ার পর জনগণের উদ্দেশ্যে দেশটির ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট বলেন, করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করতে চাই। এটি আপনার জীবন বাঁচাবে।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে দেশটির জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট (এনআইএইচ) থেকে কমলা হ্যারিস টিকার দ্বিতীয় ডোজ নেন। এটি টেলিভিশনে সরাসরি দেখানো হয়। এর আগে ২৯ ডিসেম্বর কমলা হ্যারিস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।

কমলা হ্যারিস বলেন, সবাইকে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানাব আমি। এটি আপনাদের জীবন রক্ষা করবে।

গত বছরের ডিসেম্বরে জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। গত কয়েক সপ্তাহে প্রতিদিন কয়েক লাখ মানুষকে ভ্যাকসিন দিচ্ছে মার্কিন প্রশাসন।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরবর্তী ১০০ দিনে ১০০ মিলিয়ন মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন।
এদিকে হোয়াইট হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাইডেন প্রশাসন আরও ২০ কোটি ডোজ করোনার ভ্যাকসিন কেনার বিষয়ে কাজ করে যাচ্ছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button