খুলনা বিভাগসারাদেশ

নড়াইলে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত

নড়াইল: নড়াইলে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন শীর্ষক ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে শনিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়ারচর মহাশ্মশান চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এসএম কামরুজ্জামান পিপিএম, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মামুনুর রশীদ, জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, হিন্দু ধর্মীয়  কল্যাণ ট্রাস্ট নড়াইলের সহকারী প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক তাজমুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, আগদিয়ারচর সনাতন মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সান্যাল, সাধারণ সম্পাদক সুকুমার হাজরা, সহকারী শিক্ষক প্রতিমা মন্ডলহ অনেকে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর আমার গ্রাম, আমার শহরের যে স্বপ্ন; সেটি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রণের বিকল্প নেই। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গ্রামীণ নারীদের ভূমিকা অপরিসীম। গ্রামীণ নারীদের সক্রিয় অংশগ্রহণে ২০৪১ সালে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে।
সমাবেশে নারীদের উন্নয়ন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া স্থানীয় শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button