ধর্মলিড নিউজ

রমজানে তারাবির নামাজে ১২ জনের বেশি হলে ব্যবস্থা

করোনার সংক্রমণ এড়াতে মসজিদে জামাতে নামাজ আদায়সহ অনেক কিছুতে বিধিনিষেধ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এরইমধ্যে রমজান চলে আসায় তারাবির নামাজে সর্বোচ্চ ১২জন অংশ নিতে পারবে বলে নির্দেশনা দেয় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে যারা এই নির্দেশনা না মানবে তাদের জন্য স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

রমজান মাসে এশার জামাত ও তারাবির নামাজে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ও দুইজন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশগ্রহণ করতে পারবেন। বাকিদের ঘরে বসে আদায় করতে হবে।

সবাই ব্যক্তিগতভাবে তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির প্রার্থনা করবেন। প্রত্যেকের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করার স্বার্থে মাহে রমজান উপলক্ষে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়ােজন বা যােগদান করতে পারবেন না বলে নির্দেশনা উল্লেখ করা হয়েছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button