রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

স্টাফ রিপোর্টারঃ সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। ‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাস গোকুল বগুড়ায় গতকাল সোমবার আলোচনা সভা ও নারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, অনলাইন জুমে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এর জুরি ও রাবি অধ্যাপক প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ইফাত জান্নাত শাম্মী ও শিক্ষা বিভাগের প্রভাষক নাজমুন নাহার নাফি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন, চেয়ারম্যানের একান্ত সচিব আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button