রাজশাহী বিভাগসারাদেশ

পুন্ড্র বিশ্ববিদ্যালয় ও কিয়ংডং বিশ্ববিদ্যালয় এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয় এর মধ্যে গত রবিবার বিকালে ঢাকার মিরপুরে টিএমএসএস হেড অফিসের ইন্টারন্যাশনাল ডেস্ক কনফারেন্স রুমে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিয়ংডং বিশ্ববিদ্যালয় (গ্লোবাল) এর প্রেসিডেন্ট প্রফেসর ড. জন লি, স্মার্ট, কম্পিউটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুর আলম, ভর্তি কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মিসেস জুলিয়া জং ও ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার মি. টমি। পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য ও টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক মো. আব্দুল কাদের, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. খাজা জাকারিয়া আহ্মদ চিশ্তী, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর বিজন কৃষ্ণ মৃধা, রেজিস্ট্রার ড. মো. আলাউদ্দিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মো. হাবিব এহসানুল হক, বিসিএল গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার মোহাম্মদ বাবু, টিএমএসএস এর পরামর্শক (পাবলিক রিলেশন) মো. নুরুল ইসলাম প্রমুখ। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দক্ষিণ কোরিয়ার কিয়ংডং বিশ্ববিদ্যালয়ের (গ্লোবাল) প্রেসিডেন্ট প্রফেসর ড. জন লি এর পক্ষে স্মার্ট কম্পিউটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নুর আলম এবং পু-্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর পক্ষে উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button