খুলনা বিভাগসারাদেশ
প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছরের এক কনের বাল্য বিয়ে বন্ধ হয়েছে

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে প্রশাসনের হস্তক্ষেপে ১৪ বছরের এক কনের বাল্য বিয়ে বন্ধ হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার আউনাড়া গ্রামে ওই কনের বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। এসময় বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বিয়ের ঘটক ও বরের ভগ্নিপতিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আদালত সূত্রে জানা যায়, বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে ঘটক লাকু মিয়া (৪৮)কে ১৮ মাস, বরের ভগ্নি সবুজ লস্কর (৩৫)কে ছয় মাসের কারাদন্ডদেশ দেন। এছাড়া বর আমির শেখ (১৪)কে মুচলেকা নিয়ে পরিবারের হেফাজতে দিয়ে দেওয়া হয়।ঘটক লাকু মিয়া উপজেলার উরুড়া গ্রামের মৃত অছেদ শেখের ছেলে একই গ্রামের আজিজার লস্কারের ছেলে ভগ্নিপতি সবুজ লস্কার এবং বর আমির শেখ বেথুলিয়া গ্রামের শফিক শেখের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ ও ৮ ধারা মোতাবেক ওই দুইজনকে কারাদন্ড দেওয়া হয়েছে।