রাজশাহী বিভাগসারাদেশ
বগুড়ায় ইয়াবাসহ আটক ২

বগুড়ায় ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলার শহরদিঘি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ হেলাল(৩৫) এবং জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার রেজাউল করিম খানের ছেলে রায়হান খান (৩৭)।
বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের সাতমাথা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
বগুড়া ডিবির ওসি সাইহান ওলিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।