রাজশাহী বিভাগসারাদেশ

বগুড়ায় করোনায় ও উপসর্গে ১২জন মারা গেছেন, নতুন শনাক্ত ২৪২জন

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১২জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৫জন এবং উপসর্গে ৭জন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় জেলার দুইটি হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন সদরের জিয়াউল আলম(৪০), আজিজুল হক(৬৮), হাসিনা(৬২), আলী আজম(৬০) এবং শাজাহানপুরের রফিকুল ইসলাম(৫০)। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৮৪০ নমুনায় নতুন করে আরও ২৪২জন শনাক্ত হয়েছেন।

এছাড়া একই সময়ে করোনা থেকে ২১২জন সুস্থতা লাভ করেছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন রোববার বেলা ১১টার দিকে অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফিংয়ে এ সব তথ্য জানান।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৭জন এবং ৫৩৮জন মারা গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৯৩৯জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button