বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত এক

বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
নিহত বাস যাত্রীর নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের সিনজেন্টা কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তুহিন পরিবহনের একটি বাস রাজশাহীর দিকে যাত্রার পর থেকেই গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল। উক্ত স্থানে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী নিহত হন। আহত হন ১০ যাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া ছিলিমপুর ও মেডিক্যাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।