রাজশাহী বিভাগসারাদেশ
বগুড়ায় বার্মিজ চাকুসহ হাফ ডজন মামলার আসামি ডায়মন্ড গ্রেফতার

বগুড়ায় বার্মিজ চাকুসহ প্রায় অর্ধডজন মামলার আসামী মতিউর রহমান ডায়মন্ড (৩২)কে গ্রেফতার করা হয়েছে। সদর ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর তাজমিলুর রহমানের নেতৃত্বে এস.আই খোরশেদসহ পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার রাতে শহরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশি সময় তার প্যান্টের বেল্টের সাথে আটকানো অবস্থায় চাকুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার ডায়মন্ডের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৫টি মামলা রয়েছে। সর্বশেষ তার কাছ থেকে বার্মিজ চাকু পাওয়ায় আরও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সে শহরের চকসূত্রাপুর জহুরুলপাড়ার মৃত মোখলেছুর রহমানের ছেলে।