বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেলেন শাবি শিক্ষার্থী

আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাব্বির ইসমাঈল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৪-০৫ সেশনের শিক্ষার্থী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ইসমাঈল আগস্ট মাসের ১৯ তারিখে গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তার জন্মস্থান সিলেট সদরে।

বিভাগীয় প্রধান মো. জহিরুল ইসলাম বলেন, এটা নিঃসন্দেহ আমাদের বিশ্ববিদ্যালয় এবং দেশের জন্য আনন্দের। আমাদের বিভাগ থেকে এরকম কমপক্ষে ১০/১২ জন শিক্ষার্থী গুগল, ফেসবুক, আমাজনে কর্মরত আছে।

উল্লেখ্য, মো. ইসমাঈল সাব্বির শাবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button