বগুড়ায় স্কুলছাত্র শিশির হত্যা: গ্রেফতার ২

বগুড়ার শাজাহানপুরে স্কুলছাত্র ফাহিম ফয়সাল শিশির(১৬) হত্যাকাণ্ডর ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- সাজাপুর উত্তর ফকিরপাড়া এলাকার মৃত রোস্তম আলী আকন্দের ছেলে আব্দুল্লাহ আল মামুন(২৫) এবং বেতগাড়ী এলাকার নূর আলমের ছেলে ওমর আলী(২২)। এদের মধ্যে শিশির হত্যা মামলায় মামুন এক নম্বর এবং ওমর দুই নম্বর আসামী।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার সাজাপুর বানারশি গ্রামের একটি কচুক্ষেত থেকে শিশিরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিশির সাজাপুর ফকিরপাড়া গ্রামের শাহাদাৎ হোসেন সাজুর ছেলে। সে বগুড়া সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, শিশির খুনের ঘটনায় তার মা জান্নাতী খাতুন শাপলা শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এখনও তদন্ত চলছে। শীঘ্রই হত্যার রহস্য উন্মোচন করা হবে।