বগুড়া বিমান বন্দরসহ উত্তরাঞ্চলের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিবের সাথে টিএমএসএস’র নির্বাহী পরিচালকের আলোচনা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর সচিব মোঃ মোকাম্মেল হোসেন এর সহিত টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম গতকাল ঢাকায় সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন রুপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত উত্তরবঙ্গের উন্নয়নকল্পে উত্তর অঞ্চলের কেন্দ্রস্থল বগুড়ায় দীর্ঘ দিনের কাক্সিক্ষত প্রকল্পগুলির অন্যতম বগুড়ার এরুলিয়ার বিমান বন্দর চালুকরণ, প্রাচীন পুÐনগর সহ উত্তর বঙ্গের পর্যটন কেন্দ্রগুলিকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। সচিব এর প্রশ্নের জবাবে বগুড়ার ইকোনমিক উপযোগিতার সূচক হিসেবে বাংলাদেশের দেশি-বিদেশি ব্যাংক বীমা আর্থিক প্রতিষ্ঠান, অ-আর্থিক প্রতিষ্ঠান (এমএফআই-এমজিও) গুলির প্রধান কার্যালয়, শাখা কার্যালয় সফলভাবে কর্মরত আছে যা অনেক বিভাগীয় শহরগুলোতেও নাই ইত্যাদি উন্নয়নমুলক আলোচনা হয়। সচিব মহোদয় পাঁচ তারকা মম ইন হোটেল এ্যান্ড রিসোর্ট পরিদর্শনের সম্মতি জ্ঞাপন করেন। আলোচনাকালে মোঃ মুহিদুল ইসলাম, অতিরিক্ত সচিব (বিমান ও সিএ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, টিএমএসএস এর পরামর্শক সাবেক অতি: সচিব সুশান্ত কুমার প্রামাণিক উপস্থিত ছিলেন।