রাজশাহী বিভাগসারাদেশ
বড়াইগ্রামে শ্রীলতাহানির অভিযোগে গ্রাম পুলিশ আটক

নাটোরের বড়াইগ্রামে শ্রীলতাহানি অভিযোগে উপজেলার নগর ইউনিয়নের গ্রাম পুলিশ হযরত আলী (৪৫) কে আটক করেছে পুলিশ, আজ সকালে প্রতিবেশী বিধবা নারী (৩৫)কে। প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার টাকা মোবাইল ফোনে মেসেজ এসেছে কিনা তা চেক করতে গ্রাম পুলিশ বিধবাকে নিজ বাড়িতে ডেকে নেন। কিছুক্ষণ মোবাইল টিপা টিপি টাকা আসেনি বলে জানান তিনি। এক পর্যায়ে রুমের মধ্যে তাকে জড়িয়ে ধরে ওই লম্পট গ্রাম পুলিশ। এ সময় বিধবার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে বিধবা কে উদ্ধার করে এবং গ্রাম পুলিশকে আটকে রেখে স্থানীয় লোকজন হযরত আলীকে বেধড়ক পিটুনি দেয় ছেড়ে দেয়, ওই গ্রাম পুলিশ হযরত আলী নগর ইউনিয়নের পাচবাড়িয়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। এই ব্যাপারে চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালু বলেন- নির্যাতিতা বিধবা নারী তার কাছে এসেছিলো। তাকে থানায় গিয়ে মামলা করার পরামর্শ দেয়েছি এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান অভিযোগের ভিত্তিতে গ্রাম পুলিশ কে আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।