সারাদেশ
বদলগাছীতে পাগলা শিয়ালের কামড়ে ১জন আহত!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে পাগলা শিয়ালের কামড়ে ১জন গুরুতর আহত হয়েছে।
জানাযায়, উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদ বিহার (তালুকদার পাড়া) গ্রামের আব্দুল খালেক( ৬৫) পাগলা শিয়ালের কামড়ে গুরুতর আহত হয়েছেন।
গত শুক্রবার জুমার নামাজের আগে তার বাড়ির সামনে রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন, হঠাৎ একটি পাগলা শিয়াল দৌড়ে এসে তার পায়ে কামড় দেয়। খালেক ভয়ে চিৎকার করলে তার প্রতিবেশীরা দ্রুত এসে শিয়ালটি কে তাড়া করলে শিয়াল পালিয়ে যায় জঙ্গলে এবং তাকে নওগাঁ চিকিৎসার জন্য নিয়ে যান তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে হলুদবিহারের আলেক বাবু, এমদাদুল সহ আরও অনেকে বলেন, বেশ কিছু দিন থেকে শিয়ালের উৎপাত বেড়ে গিয়েছে শুক্রবার সকালে দ্বীপগন্জ হইতে বারফালা রোডে হলুদ বিহার গ্রামের কয়েক জন শিশুকে কামড়ানোর জন্যে তাড়া করে শিয়াল। শিশুরা চিৎকার করলে স্থানীয় লোকজন শিয়ালকে তাড়া করলে শিয়াল মাঠের দিকে দৌড়ে পালিয়ে যায়।