আন্তর্জাতিক

আলফা-সহ উত্তর-পূর্বের ৪ জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি শিগগিরই

আগামী কয়েক মাসের মধ্যেই আলফা ও আরও তিন জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করবে কেন্দ্রীয় সরকার। এই জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন অন্যতম মধ্যস্থতাকারী এর প্রাক্তন বিশেষ সচিব এবি মাথুর।

রবিবার নয়া দিল্লিতে আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে এই কথা জানান মাথুর। অসমের তিনটি এবং মণিপুরের একটি জঙ্গি সংগঠনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। আলফা ছাড়া বাকি তিন সংগঠন হল – অসমের এনডিএফবি (ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ড) কার্বি গ্র‌ুপ এবং মণিপুরের কুকি গ্র‌ুপ। বিশেষ করে অসমের তিনটি জঙ্গি সংগঠনের সঙ্গে শান্তি আলোচনা যে ভাবে এগোচ্ছে, তাতে সন্তোষ প্রকাশ করেছে কেন্দ্র।

এই আলোচনার কথা স্বীকা করেছেন আলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াও। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানিয়েছেন যে আগামী দু-মাসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের কথাবার্তার জন্য শিগগিরই সবাই দিল্লিতে মিলিত হবে বলে জানিয়েছেন তিনি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button