আন্তর্জাতিক

নারীবাদ-বিরোধী আফগান শহরে সাহসী এক নারীর রেডিওতে নারী অধিকারের প্রচার ও ক্রুদ্ধ তালেবান

আফগানিস্তানের অধিকাংশ এলাকায় বহুদিন ধরে প্রচলিত রীতি হল সেখানে ঘরের বাইরে নারী ও মেয়েদের খুব একটা দেখা বা শোনা যায় না।

আপনি হয়তো প্রত্যাশাই করতে পারবেন না যে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে মেয়েদের পরিচালিত কোনও রেডিও স্টেশনে মেয়েদের অধিকারের বিষয়ে প্রচার করা হবে।

কিন্তু রেডিও রোশনি অবিকল সেটাই এবং এর প্রতিষ্ঠাতা এবং সম্পাদক সেদিকা শেরযাইকে হত্যার জন্য তালেবানদের একাধিকবার চেষ্টার পরও তা আজও সম্প্রচার চালিয়ে যাচ্ছে।

পুরুষদের আধিপত্য এবং রেডিও রোশনি
পুরুষদের আধিপত্যময় জগতে রোশনি সম্প্রচারিত হচ্ছে।

অদ্ভুতভাবে বহু পুরুষ আসলে তাদের (মেয়েদের) নিজেদের সম্পত্তি মনে করে। এই ধরনের মনোভাবকে চ্যালেঞ্জ জানাতেই ২০০১৮ সালে সেদিকা রেডিও রোশনি চালু করেন কিন্তু বিষয়টি তাকে দ্রুত তালেবানের শত্রুতে পরিণত করলো।

যদিও তারা সরকারে নেই কিন্তু দেশের অনেক জায়গায় এখনো তারা প্রভাবশালী শক্তি হিসেবে রয়ে গেছে। প্রথমে তারা সেদিকাকে সম্প্রচার বন্ধের হুমকি দিয়েছে। পরে ২০০৯ সালে রেডিও স্টেশনে রকেট ফায়ার করা হয়।অধিকার আদায়ে সোচ্চার

সংক্ষিপ্ত সময়ের জন্য সম্প্রচার বন্ধ করেন সেদিকা। আফগান সরকারের কাছে তিনি নিরাপত্তা চান। অল্প কয়েকদিন পর তিনি আবার অন-এয়ারে যান, “কারণ কেবল হুমকিতে আমাদের থেমে যেতে পারিনি।”

সেখানে স্থানীয় প্রতিরোধ বিরোধিতা অব্যাহত থাকলো। পুরুষেরা সেদিকাকে প্রায়ই ডেকে বলতো যে, এলাকার মেয়েদের সে বিপথগামী করছে এবং ঘরে ঘরে নারী-পুরুষের মধ্যে সম্পর্কে সংঘাত লাগিয়ে দিচ্ছে।

তারা সেদিকাকে এসে বলে, “এইসব কাজ এতটাই খারাপ যে তার জন্য আপনাকে হত্যা করা উচিত, আমেরিকানরা যা করে তার চেয়েও তা খারাপ”।

নারীদের অধিকার ও তালেবান হুমকি: সেদিকার জন্য বিশেষ করে সেই দিনটি ছিল ভয়ংকর যেদিন তিনি দেখলেন কুন্দুজে ২০১৫ সালে তালেবানরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিলো। খুব অল্প সময়ের মধ্যেই তার ফোন বেজে ওঠে।

“কেউ একজন পশতু ভাষায় কথা বলছিল, জানতে চাইলো আমি কোথায় ছিলাম,আমার অবস্থান পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইলেন” সেদিকা বলেন, “লোকটা কে ছিল আমি নিশ্চিত ছিলাম না এবং সে ছিল সন্দেহজনক। এরপর আমি আমার ফোন বন্ধ করে দেই এবং পালানোর যথাসাধ্য চেষ্টা চালাই।”

এটা ছিল একটি আগাম সতর্কতা। রেডিও স্টেশনের কর্মীকে পালাতে দেখে তালেবান যোদ্ধারা স্টেশনের আর্কাইভ ধ্বংস করে দেয়, যন্ত্রপাতি চুরি করে, এবং ভবনটিতে মাইন পুঁতে রাখে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button