সারাদেশ

কেশবপুরে পুনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ডিএফইডি’র খাদ্যসহায়তা প্রদান

যশোর প্রতিনিধি: কেশবপুরে করােনা ভাইরাস প্রতিরােধে ঢাকা আহছানিয়া মিশনের সহযােগিতায় ও ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট ( ডিএফইডি ) – এর বাস্তবায়নে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় পুর্নবাসিত ভিক্ষুকদের মাঝে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে ।

ডিএফইডি যশােরের এ্যারিয়া ম্যানেজার মােঃ আসলাম উদ্দীনের সভাপতিত্বে ও ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালামের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে কেশবপুর ব্রাঞ্চে প্রধান অতিথি হিসাবে ২০ জন পুর্নবাসিত  ভিক্ষুকদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেন ।

বিতরণ কালে কেশবপুর উপজেলা  প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারী মাহাবুব আলম , ব্রাঞ্চ ডিএফইডি ‘ কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম ,
সমাজসেবক মিঠু শেখ উপস্থিত ছিলেন ।

প্রতিটি প্যাকেজে ২০ কেজি চাউল , ১ কেজি মুসুরীর ডাউল , ১ কেজি লবণ , ১ লিটার রূপচাদা সােয়াবিন তেল , ১ কেজি তীর চিনি , ৩ কেজি আলু , ১ কেজি পেয়াজ , ৪ টা মাস্ক , ২৫০ গ্রাম জিবানুনাশক বিলিসিং পাওডার , ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাওডার ও ৫টি সাবান প্রদান করেন।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button