ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় বনি আমিন (২৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার শেখ কামাল সেতু’র নীলগঞ্জ পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থাণীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। বনি আমিন উপজেলার নীলগঞ্জ গ্রামের মো.আমির হোসেন’র ছেলে।
বনি আমিনের স্বজন রীনা বেগম জানান, সজীব নামে এক সন্ত্রাসীর নেতৃত্বে ৭/৮ জনের একদল সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী তাকে এলোপাথাড়ি কুপিয়ে তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সজিব বনি আমিনের সাথে একটি ইট ভাটায় ব্যবসায়ীক পার্টনার হতে চেয়েছিল । তাকে না নেয়ায় এমন ঘটনা ঘটিয়েছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে তার জামাতা মো.শাকিলকেও তারা এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে । শাকিলও একই ইট ভাটার ব্যবসায়ীক পার্টনার ।
এ ব্যাপারে বক্তব্য নিতে অভিযুক্ত সজিবের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান জানান, কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।