সারাদেশ

ব্যাংক আলফালাহ্‘র সহায়তায় দরিদ্র অসহায়দের মাঝে টিএমএসএস’র ত্রাণ সামগ্রী বিতরণ

টিএমএসএস মমইন বিনোদন জগত ঠেঙ্গামারা বগুড়ায় গত শুক্রবার ব্যাংক আলফালাহ্‘র সহায়তায় করোনা মহামারীতে সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় মানুষের মাঝে টিএমএসএস’র ত্রাণ সামগ্রী বিতরণ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান, উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খাঁন, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, পরামর্শক আসাদুর রহমান, নঈম চৌধুরী, পরিচালক/চীফ (প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন, পরিচালক মোঃ আব্দুস সালাম, পরিচালক মাহবুবুর রহমান, পরিচালক মোহাম্মদ আলী মিঠু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব (প্রশাসন) মোঃ আব্দুল হান্নান।
বক্তারা তাদের বক্তব্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে বলেন, নিজে সচেতন হবো এবং অপরকে সচেতন করতে সহায়তা করবো। সেই সাথে বক্তারা করোনা মোকাবেলায় দেশ ও জনগণের পাশে দাঁড়াতে সমাজের সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে করোনা মহামারীর ভয়াবহ প্রাদুর্ভাব হতে বাংলাদেশসহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রæত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রæত উন্নতির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান পীর সাহেব। টিএমএসএস এর সার্বিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কর্মহীন দুঃস্থ, অসহায়দের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, লবণ, বল সাবান, গায়ে মাখা সাবান, মুড়িসহ ত্রাণ প্যাকেট বিতরণ করা হয়। উল্লেখ্য কোভিড মহামারীতে সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সহায়তার অংশ হিসেবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button