ব্যাংক এশিয়ার সহায়তায় ও টিএমএসএস’র উদ্যোগে বগুড়ায় খাদ্য সামগ্রী বিতরণ

ব্যাংক এশিয়া লিমিটেডের আর্থিক সহায়তায় ও টিএমএসএস’র উদ্যোগে গতকাল বুধবার বগুড়ার ঠেঙ্গামারায় টিএমএসএস মম ইন বিনোদন জগত ময়না মঞ্চে করোনা সংকট মোকাবেলায় বিপদগ্রস্থ, কর্মহীন, দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
টিএমএসএস’র আজীবন সদস্য ও উপদেষ্টা মুহাম্মদ আনোয়ারুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংক এশিয়া লিমিটেডের এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া শাখা প্রধান মোঃ শামসুর রহমান, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পরিচালক শাহজাদী বেগম, পরিচালক চীফ (প্রোগ্রাম সেক্টর) মোঃ জাকির হোসেন, পরিচালক মোঃ মাহাবুবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন করোনা মহামারির কারনে মানুষ কাজ হারিয়ে কষ্টে রয়েছে। তাদের কষ্ট লাঘবে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। করোনা সংকট মোকাবেলায় সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং টিকা নিতে হবে। ব্যাংক এশিয়া লিঃ সব সময় দুস্থ মানুষদের সহায়তা করে থাকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান ও ফারহানা শওকত। বিতরণকৃত খাদ্য সামগ্রীর বস্তায় রয়েছে ১০ কেজি চাল, ১০ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন, ১ কেজি মুড়ি, ২টি সাবান, ২ কেজি লবণ।