রংপুর বিভাগসারাদেশ

উলিপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

উলিপুর ( কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে কৃষি প্রণোদনার আওতায় চরাঞ্চলের কৃষকদেঢ়র মধ্যে বিনামূল্যে সবজি বীজ, মাসকালাই ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্ব), উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল আলম রাসেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।

কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াকুব আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ প্রধান, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকারসহ উপকার ভোগী কৃষকবৃন্দ।

চলতি ২০২০-২১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ১৮০ জন কৃষককে কৃষি প্রণোদনার আওতায় মাসকালাই বীজ এবং দুই হাজার কৃষককের মধ্যে সবজি বীজ বিতরণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button