জাতীয়

দুই চিকিৎসকের করোনা সংক্রমণ নিয়ে যা বললেন ডা. সেব্রিনা

দেশে দুই চিকিৎসকের করোনাভাইরাসে সংক্রমিত হওযা নিয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, “যে চিকিৎসকদের আমরা সংক্রমিত অবস্থায় পেয়েছি, তাদের মধ্যে কেউ রোগীর চিকিৎসা দিতে গিয়ে সংক্রমিত হয়েছেন, কেউ কেউ কমিউনিটির অংশ হিসেবে সংক্রমিত হয়েছেন।”
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে দেশের সবশেষ পরিস্থিতি জানাতে শুক্রবার বেলা সোয়া ১১টায় অনলাইন লাইভ ব্রিফিংয়ে এসে তিনি বলেন, “চিকিৎসকরা সব ক্ষেত্রে রোগীর সেবা দিতে গিয়ে সংক্রমিত হয়েছেন; তা নয়।”
“তবে সবসময় খেয়াল রাখতে হবে, যারা রোগীর সংস্পর্শে যান, তাদের মধ্যে চিকিৎসকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। সে জন্য চিকিৎসকরা যখন আমাদের সঙ্গে যোগাযোগ করেন, চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত সাবধানতা আমরা তাৎক্ষণিক পরীক্ষা করি।” বলেন তিনি।
গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন চারজনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের নিয়ে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
আক্রান্ত চারজনের মধ্যে দুজন চিকিৎসক। তারা করোনায় আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিয়েছিলেন বলে জানান সেব্রিনা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button