ময়মনসিংহ বিভাগসারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সংকট, ১৩ ঘণ্টায় মৃত্যু ৭

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত জন করোনা শনাক্ত হয়ে এবং সাত জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত হয়ে মারা যান- জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), সরিষাবাড়ি উপজেলার সেলিনা বেগম (৪০), ময়মনসিংহ সদরের তাসলিমা বেগম (২৮), ত্রিশালের সুরুজ আলী (৫০), শেরপুরের মো: হানিফ মিয়া (৬০), নেত্রকোনার প্রিতিলতা (৮৫), গাজীপুরের শ্রীপুরের কোহিনুর বেগম (৩৮)।

কোভিড উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মারা যান শেরপুর সদরের মো. আব্দুল জলিল (৭৫), যশোরের ঝিকরগাছার জুলফিকার আলী (৮২), ময়মনসিংহের আকুয়ার মোস্তাফিজুর রহমান (৬৫), সদরের আব্দুল মতিন (৫৮), আব্দুস সামাদ (৪৪), দিঘারকান্দার বিসুতুপ সাহা (৬৮), ফুলবাড়িয়ার নাসিমা বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত ১৩টি আইসিইউ রোগীতে পূর্ণ ছিল। ২১০ শয্যার করোনা ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছেন ২৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে গত বৃহস্পতিবার জেলায় র‌্যাপিড অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৪৭ জন। ৬২১ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জন শনাক্ত হন। জেলায় সংক্রমণের হার ২৩ দশমিক ৬৭ শতাংশ বলছে সিভিল সার্জন কার্যালয়ের তথ্য।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button