রাজশাহী বিভাগসারাদেশ

চিনি শিল্প রক্ষার দাবিতে লালপুরে মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ দেশের চিনি শিল্প রক্ষার দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন ও পথ সভা করেছে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গোপালপুর রেলগেটে এই কর্মসূচি পালিত হয়। এসময় রেলগেট এলাকা ‘কৃষক শ্রমিক জনতা এক হও, লড়াই কর, দালালরা হুশিয়ার সাবধান’ স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
এসময় নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ গোলাম কাওছারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল)। এছাড়া অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উত্তরবঙ্গ চিনিকল আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার রায়, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সহ- সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান প্রমূখ।
বক্তারা চিনি শিল্প বন্ধের পায়তারা বন্ধ করে চিনি শিল্প বি-রাষ্টীয় করণ বন্ধ করা, চিনিকল গুলো বহুমুখী করণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন, কৃষক শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ ও চিনিকল গুলো অতিদ্রুত মিল চালু করার দাবি জানান। অন্যথায় সড়ক পথ, রেলপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তরা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button