আন্তর্জাতিক

ভারতে নারী সেনা কমান্ডারের প্রতি অনীহা

ভারতে কমান্ডার পদে নারী সেনাদের নিয়োগ করা সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের আইনজীবীরা। এর কারণে বলা হয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থা, মাতৃত্ব ও বাড়ির কাজে নারীদের যেভাবে ছুটি নিতে হয়, অফিসার পদে তা চলে না। নারী অফিসাররা যুদ্ধবন্দী হলে সরকারের ওপর বাড়তি চাপও পড়ে। আর পুরুষ সেনাসদস্যরা নারী কমান্ডিং অফিসারদের নির্দেশ মানতে অস্বীকার করতে পারেন। আর তা হলে বাহিনীর শৃঙ্খলাও সমস্যার মধ্যে পড়তে পারে।

তবে আধুনিক সমাজে এসব যুক্তি ধোপে টেকে না বলে মন্তব্য করেছেন কমান্ডিং অফিসার পদ চেয়ে মামলা করা নারী সেনা অফিসারদের আইনজীবীরা। বুধবার বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়েছে। বিচারপতিরা জানিয়েছেন, আগামী সপ্তাহে তারা এ মামলার রায় দেবেন।

নারী অফিসারদের আইনজীবী মীনাক্ষী লেখি ও ঐশ্বর্যা ভাট্টি বলেন, ২০২০-এ সমাজের সর্ব ক্ষেত্রে নারী পুরুষের সমান দায়িত্ব ও গুরুত্ব নিয়ে কাজ করছেন। তারা এভারেস্টে চড়ছেন, চাঁদে পা রাখছেন, জঙ্গি বিমান চালিয়ে লড়াই করছেন, রোবট তৈরি করছেন। সেখানে নারী সেনা কমান্ডার নিয়োগের বিরুদ্ধে কোনো যুক্তি চলে না।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button