জাতীয়

ব্যাক্তিগত মালিকানা জমির গাছ বিক্রয়ে বাধা

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিনোদপুর কর্মকার পারায় রাস্তার উত্তর পার্শে বিশাল আকৃতি পুরাতন একটি বটগাছ অবস্থিত । কিন্তু এরই মাঝে ঐ জমির মালিকানা পরিবর্তন হয়। প্রথমে ঐ জমির মালিক ছিলেন তারক কর্মকার প্রথমে ৩৫ শতাংশ জমি বিক্রয় করেন, তার মধ্যে সুলতান মোল্লার ১৭ শতাংশ এবং সালাম মোল্লায়র নামে ১৮ শতাংশ মোট ৩৫ শতাংশ জমি বিক্রয় করে। সুলতান মোল্লার কাছে বিক্রয় করা ১৭ শতাংশ জমির মধ্যে বট ও নারিকেল গাছ ছিলো । তারক কর্মমারের কাছে থেকে আবার দুই দফায় ৭ ও ৬ শতাংশ মোট ১৩ শতাংশ জমি সুলতান ক্রয় করে। সুলতান মোল্লার তার ৩০ শতাংশ জমির মধ্য থেকে ৩ শতাংশ জমি সালাম মোল্লায় (ভাই) কে দিয়ে দেয়, এবং বাকি ২৭ শতাংশ জমি সুলতান মোল্ল্যা মোক্তার মোল্ল্যার কাছে বিক্রয় করে। ক্রয় সূত্রে মোক্তার মোল্ল্যা বট গাছের দাবি করে। কিন্তু ঐ বট গাছিটি বিক্রয় করতে গেলে বাধা হয়ে দাঁড়ায় শুব্রত শাহা(৪০) , অপূর্ব কর্মকার (৩২), মিহির সাহা (৩৫) ও জগন্নাথ (৩৮) এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button