রাজশাহী বিভাগসারাদেশ

নওগাঁর ধামইরহাট সীমান্ত করিডোর ছাড়্ইা গবাদী পশু আমদানী বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে সরকার

ধাম্ইরহাট (নওগাঁ) প্রতিনিধি-ধামইরহাট সীমান্ত এলাকায় চোরাচালানী তৎপরতা আবার বৃদ্ধি পেয়েছে। রাতের অন্ধকারে ভারত থেকে নিয়ে আসা গরুর পায়ের তলে পদদলিত হয়ে সদ্যই রোপনকৃত মাঠের রোপা আমন ফসলের ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। ধামইরহাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত স্থানীয় একটি সংঘবদ্ধ চোরাকারবারীর দল ভারত থেকে শত শত গরু পাচার করে নিয়ে আসছে। এসব গরু করিডোর ভুক্ত না হওয়ায় বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে সরকার। ফলে রাতারাতি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ফুলে ফেপে উঠছে। জানা গেছে, উপজেলার আনুমানিক প্রায় ৩৫-৪০ কিলো মিটার দীর্ঘ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রাতের আধারে পাচার হয়ে আসা ভারতীয় গরুগুলো বাংলাদেশে আসার পর কোন একটি নির্দিষ্ট জায়গায় জড়ো করে পাচারকারীরা। সরকারী বিধি মোতাবেক বিজিবি’র টোকেন নিয়ে গরুপ্রতি কাষ্টম অফিসে ৫০০/= টাকা রাজস্ব জমা দিলে রশিদ দেয়া হয়। সে রশিদ নিয়ে দেশের বিভিন্ন হাট বাজারে গরু বিক্রি করা হয়। সরকারী এ নিয়ম না মেনে বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে একটি সংঘবদ্ধ চক্র শত শত গরু দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রি করছে। গত ২৫ জুলাই রাতে বিপুল পরিমানের গরু অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসে। এ সময় ঐ সীমান্ত সংলগ্ন বিস্তৃর্ন মাঠে ধানের কচি চারা গরুর পাপৃষ্ট হয়ে ক্ষতি হয় বলে নাম প্রকাশে অনিচ্ছুক চকিলাম গ্রামের ফসলের মালিক জানান। এ ঘটনায় চকিলাম সীমান্ত ফাঁড়িতে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায়।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button