রাজশাহী বিভাগসারাদেশ
লালপুরে ইয়াবাসহ নারী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে ইয়াবা সহ মনোয়ারা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে লালপুর থানা পুলিশ । সে উপজেলার মোহরকয়া গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
লালপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা পুলিশের এস,আই সামসুজোহা এবং এ,এস,আই মাসুদ রানার নেতৃত্বে উপজেলার বিলমাড়ীয়া মোহরকয়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালায়। এসময়
মনোয়ারা বেগমের দেহে তল্লাশি করে ১০পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, আটককৃত মনোয়ারা বেগম ও তার স্বামী আমিনুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যাবসার সাথে জড়িত।
এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।