রাজশাহী বিভাগসারাদেশ
লালপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের লালপুরে গলায় ফাঁস দিয়ে হাসিব ইসলাম রনি (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
রবিবার বিকেলে উপজেলার ওয়ালিয়া ইউপির ফুলবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের পুত্র।
স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, আজ দুপুরের পরে পরিবারের সকলের অগোচরে হাসিব তার নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তার স্ত্রীসহ পরিবারের সদস্যদের সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।