রাজশাহী বিভাগসারাদেশ

ধামইরহাটে ১ হাজার আম গাছের সাথে শত্রুতা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর ধামইরহাটে আম গাছের সাথে শত্রুতা। কীটনাশক ব্যবসায়ী মো. জিল্লুর রহমান এর ১ একর ৪৯ শতাংশ জমিতে রোপিত ১ হাজার আম গাছের কচি চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার (১৯ মার্চ) দিবাগত রাতের অন্ধকারে  উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয় নগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে আমার প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায়  রবিবার (২০ মার্চ) ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। জানা গেছে, ধনঞ্জয় নগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে কীটনাশক ব্যবসায়ী মো. জিল্লুর রহমান এ বছরের জানুয়ারি মাসে একই ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন মন্ডলের ছেলে মো. আব্দুর রশীদের কাছ থেকে তিন দাগে ১১বছরের জন্য দেড় একর জমি লিজ নেন। সেই জমিতে তিনি ২ মাস পূর্বে বারী-৪ জাতের ১ হাজার আম গাছ রোপণ করেন। চারা গুলো নতুন ডাল-পাতা ছেড়ে উর্ধ্বমুখী হয়ে উঠেছে। এ সময় শনিবার রাতে দুর্বৃত্তরা বাগানের সবগুলি গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ বিষয়ে জিল্লুর রহমান জানান, আমি জমি লীজ নিয়েছি ১১ বছরের জন্য, ওই লীজকৃত জমির মালিকের সাথে আমার কোন বিরোধ নেই। এ ঘটনার সাথে যারা জড়িত সেই দোষী ব্যক্তিদের সুষ্ঠু বিচারের দাবি করছি।

 ধামইরহাট থানার ওসি (তদন্ত) মো. আব্দুল গনি জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button