শেরপুরে আবারও করোনা বাড়ার সংকেত : আ-লীগ নেত্রীসহ আক্রান্ত ৫

শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে আবারও করোনা বাড়ার সংকেত। একদিনেই জেলা আওয়ামলীগ নেত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামছুন্নাহার কামালমহ ৫জন আক্রান্ত হয়েছেন। মাত্র ১৬ জনের করোনা পরীক্ষা করেই ৫জনের করোনা সনাক্ত হওয়ায় অনেকেই সঙ্কা প্রকাশ করছেন আবারও শেরপুর জেলায় করোনা আক্রান্ত বৃদ্ধি পেতে পারে।
শেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ২৩ অক্টোবর রাতে জানানো হয় গত ২৪ ঘন্টায় শেরপুর জেলায় ১৬টি নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায় ৩ জনসহ ৪ জন, ও নকলায় ১ জন আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে ৪৯৫ জন, সুস্থ্য হয়েছে ৪৬৬ জন, মারা গেছে ৯জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ৬ হাজার ৭শ ২২জনের। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬হাজার ৭শ ৯জনের। বাকী রয়েছে ১৩ জনের।
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সামছুন্নাহার কামাল করোনায় আক্রান্ত হওয়ায় দলের নেতাকর্মী ও আইডিয়াল স্কুলের শিক্ষকগণ রোগ মুক্তি কামনা করেছেন।