রংপুর বিভাগসারাদেশ

সৈয়দপুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ

নীলফামারী জেলা প্রতিনিধি: মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাবেশ করা হয়েছে। গ্রামবাসীদের উদ্যোগে সোমবার (১৭ মে) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড়ে ওই  সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদকসেবীদের পিতা-মাতাসহ সমাবেশে অংশ নেয় ইউনিয়নের ৫টি গ্রামের ৭ শতাধিক মানুষ।
এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাকির জোতদার,রেলওয়ে কর্মকর্তা আব্দুল মান্নান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রাজ্জাক, আতিয়ার রহমান, শিক্ষক রাজু আহমেদ, আরশাদ আহমেদ আশরাফুল ইসলাম, দুলু আহমেদ, ফুলু আহমেদ,কামারপুকুর ইউনিয়ন যুব লীগের সভাপতি রাসেল জোতদারসহ অন্যরা। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে এ ইউনিয়িনের প্রতিটি গ্রামের অনাচে কানাচে উঠতি বয়সীরা মাদক সেবন ও বিক্রির সাথে জড়িয়ে পড়ছে। নেশার টাকা জোগাড় করতে  তারা বিভিন্ন অপকর্ম করছে। চুরিসহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আজ আমরা অতিষ্ট। পিতা-মাতারা কান্না-জড়িত কন্ঠে বলেন, আমাদের সন্তান আর সন্তানের মত নেই।  তারা নেশার টাকার জন্য আমাদের মারধর পর্যন্ত করছে। বক্তারা আরও বলেন, খুব শিগগিরি মাদক বিক্রেতা ও সেবীদের তালিকা পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button