জাতীয়

পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ভারতীয় সেনা নিহত

পাকিস্তানি সেনাবাহিনীর ভারী গোলাবর্ষণে ভারতীয় এক সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সোমবার জম্মু-কাশ্মীরে রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অস্ত্রবিরতি লঙ্ঘন করে সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর সদস্যরা গুলি ছুড়ে।

মারা যাওয়া নিহত ভারতীয় সেনাবাহিনীর ওই সদস্যের নাম দ্বীপক কারকি। ৪ জুন থেকে তিনি নিয়ন্ত্রণ রেখায় নিয়জিত ছিলেন।

এ নিয়ে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গোলাবর্ষণে ভারতের চারজন সেনা নিহত হলো।

ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, পুঞ্চ ও রাজৌরি জেলায় বেশ কয়েকটি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান।

ভারতের সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেবেন্দর আনন্দ বলেন, ‘নওশেরায় শত্রুরা গুলি চালালে ভারতীয় সেনারাও পাল্টা লড়াই করে। এই ঘটনায় কারকি দ্বীপক কারকি গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।

এর আগে, ৪ জুন রাজৌরি জেলায় ভারতীয় সেনাবাহিনী আরেক হাবিলদার পি মাথিয়াঝাগান, ১০ জুন তারকুন্ডি সেক্টরে নায়েক গুরচরণ সিং মারা যান।

১৪ জুন পুঞ্চ জেলায় ২৯ বছর বয়সী সিপাহী লুঙ্গামবি আবোনমি নিহত হন। এরা সবাই পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে মারা যান।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Back to top button