ঢাকা বিভাগসারাদেশ

সখীপুরে লকডাউন অমান্য করায় ৫৫ মামলায় ৬০হাজার টাকা জরিমানা

 সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সরকার ঘোষিত সারা বাংলাদেশে ঈদ পরবর্তী ১৪দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিধিনিষেধ অমান্য করায় টাংগাইলের সখীপুরে ৫৫ জনকে ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।
সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারী জানান, চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে অনেকেই রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় তিনি ও সহকারী কমিশনার (ভূমি), পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।বহেড়াতৈল নামক পর্যটন এলাকায় দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারণে বাহিরে ঘোরা-ফেরা করার অপরাধে মোট ৫৫ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button