খেলা

নেইমারকে নিয়ে ব্রাজিল-পিএসজি’র দ্বন্দ্ব!

অনলাইন ডেস্ক :

ব্রাজিলীয় ফুটবলার নেইমার দা সিলভা জুনিয়র-এর মাঠে ফেরা নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে নেইমারের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও ব্রাজিল জাতীয় দলের মধ্যে।

গত ১৩ অক্টোবর সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিল বনাম নাইজিরিয়ার খেলায় ১১ মিনিট মাঠে থেকেই বাঁ ঊরুতে চোট পেয়েছিলেন নেইমার। আর তার পরেই বিবৃতি, পাল্টা বিবৃতি শুরু হয়েছেে নেইমারের ক্লাব ও ব্রাজিল দলের মধ্যে। যার প্রধান দুই মুখ নেইমারের ক্লাব পিএসজির ম্যানেজার থোমাস তুহেল ও ব্রাজিল জাতীয় দলের ফিটনেস কোচ ফাবিয়ো মাহসেরেদিয়ান।

ব্রাজিলের ফিটনেস কোচ নেইমার কবে মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে যখন একটি নির্দিষ্ট সময়ের কথা উল্লেখ করছেন, তখন তা নিয়ে বিদ্রুপ করেছেন পিএসজি ম্যানেজার তুহেল।ব্রাজিল জাতীয় দলের ফিটনেস কোচ নেইমারের চোট প্রসঙ্গে বলেছেন, ‘‘ওর বেশির ভাগ চোটই মানসিক আঘাত। মাত্র দু’টি ক্ষেত্রে ও পেশিতে চোট পেয়েছে। শেষ যে চোটটা ও পেয়েছে, তা ব্রাজিল দলের হয়ে খেলতে গিয়েই’’ যোগ করেছেন ‘‘চোট সারানোর পরে রি-হ্যাব পদ্ধতির মাধ্যমে নেইমার কবে আবার মাঠে ফিরতে পারবে, সে ব্যাপারে ওর ক্লাব পিএসজির সঙ্গে কথা হয়েছে আমাদের। খুব সম্ভবত ১০ ডিসেম্বর মাঠে ফিরতে পারবে ও।’’

নেইমারের চোট প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘পিএসজি’র চিকিৎসকেরা যেভাবে নির্দেশ দিয়েছিলেন, সেই মতোই এই মুহূর্তে নেইমারের ফিজিয়োথেরাপি চলছে। তাই ওকে জাতীয় দলে রাখা হচ্ছে না এখন।’’

এদিকে নেইমারের ক্লাব দলের ম্যানেজার থোমাস তুহেল ব্রাজিলীয় ফিটনেস কোচের জবাবে বিদ্রুপ করে বলেছেন, ‘‘১০ ডিসেম্বর মাঠে ফিরবে নেইমার? উনি কি জাতীয় দলের হয়ে কবে নেইমার ফের খেলতে নামবে তা বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, ওকে আমরা তাহলে ব্রাজিল জাতীয় দলের জন্য প্রস্তুত করে পাঠিয়ে দেব।’’

সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের দু’জনেরই দৃষ্টিভঙ্গি আলাদা। বিষয়টি ব্রাজিলীয় জাতীয় দল ও পিএসজি’র মধ্যে আলোচনার ব্যাপার। নেইমারকে যত দ্রুত সম্ভব ফের মাঠে নামানোর জন্য আমরা নিজেদের সেরাটাই দেব।’’

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button