সারাদেশ

সংকীর্ণ ও খানা খন্দে ভরা ভোলাহাটের রাস্তার যাতায়াত স্থবির

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে আম। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম উপজেলা ভোলাহাট। দেশ আজ উন্নয়ন মহাসড়কে, কিন্তু বরাবরই এই উপজেলাটির উন্নয়ন অগ্রগমন ঠিক যেন কচ্ছপের গতি। তারই কিছুটা লক্ষ করা যায় অত্র উপজেলার প্রধান সড়কে। ভোলাহাট উপজেলার পাকা সড়কের দৈর্ঘ্য প্রায় ৮৫ কি:মি:।
ভোলাহাট টু রহনপুর সড়কে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষের যাতায়াত ঘটে। কিন্তু অত্র সড়ক টি সরোজমিনে পরিদর্শন করলে দেখা যায়, রাস্তার দুর্বিষহ চিত্র। একে তো সরু রাস্তা, অন্যদিকে খানাখন্দে ভরা। ফলে যাত্রীদের ঘটে যাতায়াত বিড়ম্বনা। রাস্তার পাশে ডোবা নালা থাকাই, বর্ষা আসলেই পাশের মাটি সরে তৈরি হয় বড় বড় খাদ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বিভিন্ন জায়গার রাস্তায় হাঁটু সমান পানি জমে থাকে।

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button