সারাদেশসিলেট বিভাগ
সিলেটে চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত

সিলেটে চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩০২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এই সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে সিলেটে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮০ জন।