সারাদেশসিলেট বিভাগ

সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যা, পরিস্থিতির আরও অবনতি

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। বানের পানি ঢুকেছে সিলেট শহরেও। তলিয়ে গেছে রাস্তাঘাট। পানি ঢুকেছে বাড়িঘরেও। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।

আশ্রয়কেন্দ্রে ছুটছে বানভাসী মানুষ। নগরীতে ৩৬টিসহ জেলায় মোট ৪৭৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

এদিকে সাব স্টেশনে পানি ওঠায় দক্ষিণ সুরমা, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তি আরও বেড়েছে দুর্গত এলাকার বাসিন্দাদের।

এদিকে, সুনামগঞ্জেও প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানি ঢুকেছে শহরেও। সিলেট-সুনামগঞ্জ সড়কে পানি ওঠায় ব্যাহত হচ্ছে যান চলাচল। সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষকে। এবারের বন্যাকে স্মরণকালের ভয়াবহ বন্যা বলছেন স্থানীয়রা।

গতকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো সুনামগঞ্জ জেলা

আরো দেখুন

সম্পর্কিত প্রবন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button