রংপুর বিভাগসারাদেশ
সৈয়দপুরে আগুনে পুড়ল ১৫ দোকান, ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকা

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে মতির বাজারে আগুনে ১৫টি দোকান ও মালামাল পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে কাপড়ের দোকান, ইলেকট্রনিকস পণ্যের দোকান, মুদিদোকান, হোটেল, মুরগির দোকান ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বন্ধ দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে অগ্নিকান্ডর কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে