সৈয়দপুরে ধান সংগ্রহে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করলেন উপজেলা চেয়ারম্যান

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে সরকারীভাবে ধান সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা খাদ্যশষ্য সংগ্রহ ও মনিটরিং কমিটি আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কৃষক তাদের বোরো ধান কাটতে শুরু করেছে। ইতোমধ্যে জেলায় ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় উপজেলা হলরুমে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের কাছে থেকে সরাসরি ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। লটারির মাধ্যমে ১১ হাজার ৬৭৫ জনের মধ্য থেকে ১৫’শ ৯৪ জন কৃষককে বাছায় করা হয়। বাছায়কৃত প্রতিজন কৃষকের এক মেট্রিকটন করে ২৬ টাকা কেজি দরে ধান সংগ্রহ করা হবে। উন্মুক্ত ওই লটারি অনুষ্ঠানে উপজেলা কৃষিকর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপিস্থিত ছিলেন। প্রধান অতিথি মোখছেদুল মোমিন এ সময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছতার সাথে ধান-চাল সংগ্রহের নির্দেশনা দিয়েছেন। এ ক্ষেত্রে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন।